অনুমোদন ছাড়া সরকারি পুকুর খনন, সান্তাহারে ভেকু মালিককে ৫০ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar অনুমোদন ছাড়া সরকারি পুকুর খনন, সান্তাহারে ভেকু মালিককে ৫০ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬ ২৩:৫৮
অনুমোদন ছাড়া সরকারি পুকুর খনন, সান্তাহারে ভেকু মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক

অনুমোদন ছাড়া সরকারি পুকুর খনন, সান্তাহারে ভেকু মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে সরকারি পুকুরে অনুমোদন ছাড়া এক্সেভেটর (ভেকু) মেশিন দিয়ে খনন কাজ চালানোর দায়ে আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার সান্তাহার ইউনিয়নের কাজিপুর গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সান্তাহারের কাজিপুর এলাকায় অবস্থিত একটি সরকারি পুকুরে কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই এক্সেভেটর (ভেকু) মেশিন ব্যবহার করে খনন কার্যক্রম চলছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় পুকুর খননের সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী কাজিপুর গ্রামের বাসিন্দা আব্দুস সালামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র আরও জানায়, সরকারি জলাশয় অবৈধভাবে খনন বা দখলের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।