সিংড়ায় ১০ দলীয় জোট এনসিপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন | Daily Chandni Bazar সিংড়ায় ১০ দলীয় জোট এনসিপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬ ০০:২৮
সিংড়ায় ১০ দলীয় জোট এনসিপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন
উপজেলা সংবাদদাতা, সিংড়া, নাটোরঃ

সিংড়ায় ১০ দলীয় জোট এনসিপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন

নাটোর-৩ সিংড়া আসনে ১০ দলীয় জোট থেকে এনসিপির প্রার্থী জার্জিস কাদির বাবুকে

পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিকের ব্যানারে শতাধিক মানুষ। 
 
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৫ টায় সিংড়া বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  
 
বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী হাসান, জুলাই যোদ্ধা বায়েজিদ বোস্তামী, আলআমিন প্রমুখ। 
 
বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে ১০ দলীয় জোটের প্রার্থীতা প্রত্যাহারের দাবি জানানো হয়।
তাছাড়া কঠোর কর্মসূচির ঘোষনা দেন।  
 
বক্তারা বলেন, জার্জিস কাদির বাবু ফ্যাসিবাদের দোসর। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী ও রাজশাহীর সাবেক মেয়র লিটনের ঘনিষ্ঠ জন। এর আগে সে রাজশাহীর বিএনপির নেতা মিনুর ঘনিষ্ঠজন ছিলো। তার মনোনয়ন প্রত্যাহারের দাবি জানান তারা।