যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই-সাবেক এমপি লালু | Daily Chandni Bazar যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই-সাবেক এমপি লালু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬ ০২:৪৪
যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই-সাবেক এমপি লালু
খবর বিজ্ঞপ্তিঃ

যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই-সাবেক এমপি লালু

ছবি-বিজ্ঞপ্তির

হারিয়ে যাওয়া খেলাটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের নগর জোয়ারদারপাড়ায় হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়। ১৬ জানুয়ারি শুক্রবার বিকালে নগর আমরুল প্রভাতী সংঘ আয়োজিত নগর প্রভাতী সংঘ এর সভাপতি মোঃ আমিনুর রহমান জুয়ারদার এর সভাপতিত্বে হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলায়  প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, হাডুডু আমাদের জাতীয় খেলা। যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তবে এখন আর আগের মতো এই খেলার দেখা যায়না তাই আমি এই হাডুডু খেলার আয়োজনদের ধন্যবাদ জানাই। খেলায় দুই দল ভালো খেলেছে। হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য খেলাটিকে পুনরুজ্জীবিত করতে এ খেলার আয়োজন দেন ভবিষ্যতে খেলাটি ধরে রাখার আহবান জানান। হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলার  উদ্বোধন করেন উদ্বোধক বগুড়া-৫ ও ৬ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বগুড়া জেলা বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভী, জেলা যুবদলের সাবেক সভাপতি খাদেমুল ইসলাম খাদেম, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আমরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান অটল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোঃ বাদশা সরকার, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, ন্যাশনাল সীড কোম্পানির চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন। আরো উপস্থিত ছিলেন গাবতলী উপজেলার যুদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, গোলাম মাহবুব প্যারিস, তমেজ উদ্দিন, মহাসিন আলী, রফিকুল ইসলাম, রোকনুজ্জামান, আব্দুল খালেক আকন্দ, রহমত আলী, মাজেদুল হক, শহিদুল ইসলাম, আবু হাসান মানিক, শাহাদাত হোসেন, মনিরুল ইসলাম মানিক, মশিউর রহমান বাবু, সুজন মাহমুদ প্রমুখ। গ্রামবাংলার জনপ্রিয় হাডুডু খেলা দেখতে মানুষের ঢল: মাঠের চতুর্দিকে হাজারো দর্শকের উল্লাস আর করতালি। কোথাও নেই দাঁড়ানোর এতটুকু জায়গা। কেউ গাছের ডালে, আবার কেউবা উঁচু জায়গায় দাঁড়িয়ে খেলা দেখায় মত্ত। নারী-পুরুষ-বৃদ্ধ সবার দৃষ্টি খেলার দিকে। তবে এটা ক্রিকেট কিংবা ফুটবল নয়, ছিল গ্রামবাংলার জনপ্রিয় হাডুডু খেলা। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের মাঝে একটি করে গরু সহ বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার তুলে দেন।