প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬ ০২:৪৮
নন্দীগ্রামে ডিএনসির অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ বৃদ্ধ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।
ডিএনসি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে নন্দীগ্রাম থানাধীন বুড়ইল ইউনিয়নের তুলাশন গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি প্লাস্টিক বাজারের ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ রমজান আকন্দ (৬০)। তিনি মৃত কাদের আকন্দ ও মৃত আয়না বেগমের সন্তান। তার বাড়ি তুলাশন (পূর্বপাড়া), ইউপি-বুড়ইল, ওয়ার্ড নং-০৮, নন্দীগ্রাম থানা, বগুড়া।
ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি দল তার নিজ দখলীয় পশ্চিমমুখী টিনের চৌচালা বসতঘরের ভেতরে দরজার আড়ালে দণ্ডায়মান অবস্থায় ডান হাতে থাকা প্লাস্টিক ব্যাগসহ তাকে আটক করে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ডিএনসি কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।