নির্বাচন কমিশনে দ্বৈত নাগরিকত্ব শুনানির সময় বিএনপি ও এনসিপি প্রার্থীর বাকবিতণ্ডা | Daily Chandni Bazar নির্বাচন কমিশনে দ্বৈত নাগরিকত্ব শুনানির সময় বিএনপি ও এনসিপি প্রার্থীর বাকবিতণ্ডা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬ ২০:১৬
নির্বাচন কমিশনে দ্বৈত নাগরিকত্ব শুনানির সময় বিএনপি ও এনসিপি প্রার্থীর বাকবিতণ্ডা
নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনে দ্বৈত নাগরিকত্ব শুনানির সময় বিএনপি ও এনসিপি প্রার্থীর বাকবিতণ্ডা

ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী ও আলোচিত ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু এবং কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী আবুল হাসনাত আব্দুল্লাহর মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।

শনিবার দুপুরে নির্বাচন ভবনে দ্বৈত নাগরিকত্ব বিষয়ক শুনানির সময় মানিকগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্র বৈধতা সংক্রান্ত আপিল চলাকালে এই ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে আইনজীবীদের ব্যাখ্যা শেষে কমিশন শুনানিটি আধাঘণ্টার জন্য স্থগিত করলে আইনজীবীরা কমিশন কক্ষ ত্যাগের পর অডিটোরিয়ামে বাদানুবাদ শুরু করেন। এ সময় বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বিরোধী পক্ষের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করেন। এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ আপত্তি জানালে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

ঘটনাস্থল থেকে আব্দুল আউয়াল মিন্টুকে তাঁর ছেলে তাবিথ আউয়াল কমিশন কক্ষে থেকে সরিয়ে নেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিরতির পর শুনানি পুনরায় শুরু হলে হাসনাত আব্দুল্লাহ কমিশনের কাছে অভিযোগ দাখিল করেন। তিনি জানান, বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন, ‘ব্লাডি সিটিজেন’ বলার পাশাপাশি শারীরিক প্রয়োগের চেষ্টা করেছেন। তিনি কমিশনের কাছে রুলিং দাবি করেন।

গণমাধ্যমকে হাসনাত বলেন, “যারা রাজনৈতিক এলিটিসিজম দেখাতে আসে, তাদের উচিত নিজের বাসায় রেখে বের হওয়া। আপনি ‘ব্লাডি সিটিজেন’ বলবেন, আবার তাদের কাছেই ভোট চাইবেন, সেটা গ্রহণযোগ্য নয়।” তিনি আরও অভিযোগ করেন, “আবদুল আউয়াল মিন্টুর মতো বিদেশে টাকা পাচারকারী ব্যবসায়ীরা রাজনৈতিক আঁতাত করে নিজেদের স্বার্থ ঠিক রাখে। রক্তের ওপর দাঁড়িয়ে ব্যবসা করা উচিত নয়।”

হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, “ইসির সামনে যেভাবে প্রার্থীদের প্রহার করা হয়েছে, তা অগ্রহণযোগ্য। অন্য প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইসি কীভাবে দায়িত্ব পালন করবে?” তিনি বলেন, ইসি ঘটনা ‘বিচ্ছিন্ন’ হিসেবে দেখানোর চেষ্টা করেছেন, যা যথাযথ নয়।