বগুড়ায় ভেজাল ভেটেরিনারি ওষুধ উৎপাদনের কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar বগুড়ায় ভেজাল ভেটেরিনারি ওষুধ উৎপাদনের কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬ ২১:৩৮
বগুড়ায় ভেজাল ভেটেরিনারি ওষুধ উৎপাদনের কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ভেজাল ভেটেরিনারি ওষুধ উৎপাদনের কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ার কাহালু উপজেলায় ভেজাল ভেটেরিনারি (পশুচিকিৎসা) ওষুধ উৎপাদন ও সঠিক প্রক্রিয়ায় প্যাকেটজাত না করার অভিযোগে ‘আহাজ ফার্মা’ নামের একটি কারখানাকে শুক্রবার বিকেলে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী। গোপন সংবাদের ভিত্তিতে বিকেল পৌনে ৪টার দিকে কাহালুর মুরইল এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওষুধ উৎপাদনের ক্ষেত্রে নানা অনিয়ম ও সঠিক প্রক্রিয়া অনুসরণ না করার প্রমাণ পাওয়া যায়।

র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, সঠিক প্রক্রিয়া ছাড়া পশুখাদ্য বা ওষুধ উৎপাদন জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি। জনস্বার্থ রক্ষায় এ ধরনের ভেজাল ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।