বগুড়ায় মিনিবাসের ধাক্কায় জামায়াত কর্মী দুলা মিয়ার মৃত্যু | Daily Chandni Bazar বগুড়ায় মিনিবাসের ধাক্কায় জামায়াত কর্মী দুলা মিয়ার মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬ ২১:৪১
বগুড়ায় মিনিবাসের ধাক্কায় জামায়াত কর্মী দুলা মিয়ার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় মিনিবাসের ধাক্কায় জামায়াত কর্মী দুলা মিয়ার মৃত্যু

বগুড়ায় মোটরসাইকেলে চড়ে রংপুর হাইওয়ে সড়ক পারাপারের সময় একটি মিনিবাসের ধাক্কায় দুলা মিয়া (৫৫) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। দুর্ঘটনা শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সদর থানাধীন ঝোপগাড়ি দোয়েল পাম্পের কাছে ঘটে।

নিহত দুলা মিয়া ঝোপগাড়ি বড় কুমিরা গ্রামের বাসিন্দা এবং ওয়ার্ড জামায়াতে ইসলামীর একজন কর্মী ছিলেন। স্থানীয়রা এবং পুলিশ জানায়, চারমাথা থেকে বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেল চালাচ্ছিলেন দুলা মিয়া। পথে মিনিবাসের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর মিনিবাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।