বগুড়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় অটোভ্যান চালকের মৃত্যু | Daily Chandni Bazar বগুড়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় অটোভ্যান চালকের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬ ২১:৫২
বগুড়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় অটোভ্যান চালকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় অটোভ্যান চালকের মৃত্যু

বগুড়া-নাটোর মহাসড়কে একটি বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় মিজানুর রহমান (২৫) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। ঘটনা ঘটেছে নন্দীগ্রাম পৌরসদরের কালিকাপুর এলাকায়, যেখানে তিনি সড়কে পড়ে থাকা লোহার নাট কুড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন।

শুক্রবার (১৬ জানুয়ারি) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মিজানুর রহমান নন্দীগ্রাম ওমরপুর দক্ষিণপাড়ার কছের আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের ও নিহতের পরিবারের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে মিজানুর তার অটোভ্যান নিয়ে ওমরপুর বাসস্ট্যান্ড থেকে নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথে কালিকাপুরের রাস্তার মাথায় মহাসড়কের পাশে একটি লোহার নাট পড়ে থাকতে দেখে তিনি থামেন এবং সেটি কুড়ানোর চেষ্টা করেন।

এই সময় পেছন থেকে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। তিনি সড়কে ছিটকে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।