সাংবাদিকদের ‘রাজনৈতিক দলের পোষা কুকুর’ আখ্যায়িত করায় বিপাকে সুজন নেতা, স্বীকার করেন ভুল | Daily Chandni Bazar সাংবাদিকদের ‘রাজনৈতিক দলের পোষা কুকুর’ আখ্যায়িত করায় বিপাকে সুজন নেতা, স্বীকার করেন ভুল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬ ০০:০৩
সাংবাদিকদের ‘রাজনৈতিক দলের পোষা কুকুর’ আখ্যায়িত করায় বিপাকে সুজন নেতা, স্বীকার করেন ভুল
গাইবান্ধা সংবাদদাতা

সাংবাদিকদের ‘রাজনৈতিক দলের পোষা কুকুর’ আখ্যায়িত করায় বিপাকে সুজন নেতা, স্বীকার করেন ভুল

গাইবান্ধার পলাশবাড়ীতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার সাংবাদিকদের ‘রাজনৈতিক দলের পোষা কুকুর’ হিসেবে আখ্যায়িত করলে স্থানীয় সাংবাদিকদের তীব্র প্রতিক্রিয়ার মুখে তিনি তা ভুল বলে স্বীকার করেন এবং মন্তব্যটি প্রত্যাহার করেন।

শুক্রবার সন্ধ্যায় পলাশবাড়ী বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি দেশের বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, দেশে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের সবচেয়ে বড় দাবি। নির্বাচনী অঙ্গন ও রাজনৈতিক দলগুলো ক্রমশ কলুষিত হয়ে পড়েছে এবং অধিকাংশ প্রার্থী এখনো কালো টাকা ও পেশিশক্তি নির্ভর রাজনীতির সঙ্গে জড়িত।

নির্বাচন কমিশনের সংস্কারের ওপর জোর দিয়ে তিনি বলেন, সবচেয়ে বেশি প্রয়োজন নির্বাচন কমিশনের সংস্কার। তার ভাষায়, “শেখ হাসিনার চেয়েও নির্বাচন কমিশনের লোকজন বড় আওয়ামী লীগারে পরিণত হয়েছে।”

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধুকে ক্ষমতায়ন করতেই সংবিধান প্রণয়ন করা হয়েছিল, যার ফলে প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার অধিকারী হন। সেই পুরোনো পথ অনুসরণ করতে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী ‘দানবে’ পরিণত হয়েছেন। এছাড়া তিনি উল্লেখ করেন, সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এবং প্রতিশোধপরায়ণ রাজনীতির মাধ্যমে শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকার চেষ্টা করেছেন।

ড. বদিউল আলম বলেন, ১৯৯১ সালের নির্বাচন ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন। তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের মতো জুলাই অভ্যুত্থানকেও ইতিহাস থেকে বাদ দেওয়া যাবে না। বক্তব্যে তিনি গণভোট সংক্রান্ত বিভিন্ন দিকও তুলে ধরেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সুজন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক সমন্বয়ক জয়ন্ত কর, জেলা ফ্যাসিলিটেটর আতিক সুমন, ম্যানেজার মেহেরুন নেসা, পলাশবাড়ী উপজেলা সুজনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক কৃষক জাহিদুল ইসলাম, সদস্য আলিউল ইসলাম বাদল, আব্দুল্লাহ আদিল নান্নু এবং সুজনের অন্যান্য সদস্য ও স্থানীয় সুধীজনরা।