পাবনায় অস্ত্র, গুলি ও সরঞ্জামসহ আশ্রমের সেবায়েত হত্যা মামলার আসামী কিলার জাহিদ গ্রফতার | Daily Chandni Bazar পাবনায় অস্ত্র, গুলি ও সরঞ্জামসহ আশ্রমের সেবায়েত হত্যা মামলার আসামী কিলার জাহিদ গ্রফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬ ০০:০৭
পাবনায় অস্ত্র, গুলি ও সরঞ্জামসহ আশ্রমের সেবায়েত হত্যা মামলার আসামী কিলার জাহিদ গ্রফতার
পাবনা জেলা সংবাদদাতাঃ

পাবনায় অস্ত্র, গুলি ও সরঞ্জামসহ আশ্রমের সেবায়েত হত্যা মামলার আসামী কিলার জাহিদ গ্রফতার

পাবনায় অনুকূল চন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পান্ডে হত্যা মামলার অন্যতম আসামী জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদ (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময়  তার হেফজাত থেকে দুটি অস্ত্র, দেশীয় অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরীর সরঞ্জাম। 
 
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পাবনা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
 
গ্রেপ্তারকৃত জাহিদ পাবনা সদর উপজেলার কাশিপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত বাচ্চু সরদারের ছেলে।
 
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম পাবনা পৌর এলাকার দিলালপুর মহল্লার ফজলুল হক রোডে নাজমুন্নাহারের বিল্ডিংয়ের ৪র্থ তলায় ভাড়াটিয়া হাসি খাতুনের ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। অভিযানে ফ্ল্যাটের গেস্ট রুম থেকে জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদকে গ্রেপ্তার করা হয়। 
 
এ সময় একটি দুই নলা ওয়ান শুটার গান, একটি এক নলা ওয়ান শুটার গান, একটি ১২ বোর কার্তুজ, একটি ধারালো তলোয়ার, একটি ধারালো চাইনিজ কুড়াল, একটি .২২ বোর রিভলবারের রিভলভিং চেম্বার, তিনটি আগ্নেয়াস্ত্রের ট্রিগার, দুইটি লোহার স্প্রিং, একটি ইলেকট্রিক ড্রিল মেশিন ও একটি হ্যাকসো ব্লেড জব্দ করা হয়। 
 
ডিবি পুলিশের ওসি রাশেদুল ইসলাম আরো জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর শনিবার সকালে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে সেখান থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 
তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামী জাহিদের বিরুদ্ধে ২০১৬ সালের চাঞ্চল্যকর পাবনা হেমায়েতপুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পাণ্ডে হত্যা মামলা, হেমায়েতপুর ইউপি চেয়ারম্যান মুন্তাজ আলীর হাত কাটা মামলাসহ একাধিক মাদক মামলা রয়েছে।