গাবতলীর কাগইলে দোয়া অনুষ্ঠানে সাবেক এমপি লালু | Daily Chandni Bazar গাবতলীর কাগইলে দোয়া অনুষ্ঠানে সাবেক এমপি লালু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬ ০০:১২
গাবতলীর কাগইলে দোয়া অনুষ্ঠানে সাবেক এমপি লালু
খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের এক মহাকালের সমাপ্তি ঘটেছে
গাবতলী, বগুড়া সংবাদদাতাঃ

গাবতলীর কাগইলে দোয়া অনুষ্ঠানে সাবেক এমপি লালু

 কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের এক মহাকালের সমাপ্তি ঘটেছে। তাঁকে এদেশের মানুষ মনে রাখবে আজীবন। 
বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় গতকাল শনিবার বগুড়া গাবতলীর কাগইল নায়েবুল্লাহ মাদ্রাসা মাঠে কাগইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গদল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি বগুড়া-৭ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোরশেদ মিল্টন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আ: রহিম পিন্টু। উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক আশরাফ হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, উপজেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার হায়দার গামা, যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুর মোরশেদ, ফিরোজ মন্ডল, সহ-সাধারণ সম্পাদক মিন্টু, লেমন, সাংগঠনিক সম্পাদক মোমিন ও সাগর, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুলসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী । 

বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় গতকাল বগুড়ার গাবতলীর কাগইলে দোয়ায় অংশ নেন
কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। ছবি- সাব্বির হাসান