বগুড়ার হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারে পবিত্র শবই মেরাজ পালিত | Daily Chandni Bazar বগুড়ার হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারে পবিত্র শবই মেরাজ পালিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬ ০০:২৪
বগুড়ার হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারে পবিত্র শবই মেরাজ পালিত
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারে পবিত্র শবই মেরাজ পালিত

মসজিদে প্রবেশের প্রধান ফটক। -ছবি সংগৃহীত

বগুড়ার হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবার ও সুন্নতী জামে মসজিদ, বরোপুরে গত শুক্রবার রাতে পবিত্র শবই মেরাজ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হয়েছে। দরবার ও মসজিদের প্রতিষ্ঠাতা এবং পেশ ইমাম মুহাম্মাদ এম.এম.ডি ইমাম আশরাফ আলীমুল্লহ্ সিদ্দীকীর তত্ত্বাবধানে রাত জাগরণের আয়োজন করা হয়।

রাতের ইবাদত অনুষ্ঠান শুরু হয় মাগরিবের নামাজের পর। মুসল্লিরা কোরআন তিলাওয়াত, হামদ-নাত পাঠ, জিকির-ফিকির, মিলাদ ও ক্বিয়ামের মাধ্যমে রাত জাগরণ সম্পন্ন করেন। পেশ ইমাম মুহাম্মাদ এম.এম.ডি ইমাম আশরাফ আলীমুল্লাহ শবই মেরাজের মাহাত্ম্য, মর্যাদা এবং এই রাতে আল্লাহর নৈকট্য অর্জনের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন।

রাত্রীজাগরণের সমাপ্তিতে মুসল্লিরা অতীতের পাপ ও অন্যায়ের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক মঙ্গলের জন্য মোনাজাত করেন।

শবই মেরাজ ইসলামে বিশেষ গুরুত্বসম্পন্ন একটি রাত। এই রাতে নবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ আসমান পাড়ি দিয়ে আরশে মুআল্লা পর্যন্ত যাত্রা সম্পন্ন করেন এবং মুসলিম উম্মাহর জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা, নীতি ও দিকনির্দেশনা লাভ করেন।