জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে শেরে বাংলা নগরে নেতাকর্মীদের ঢল | Daily Chandni Bazar জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে শেরে বাংলা নগরে নেতাকর্মীদের ঢল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৬ ২২:৫৫
জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে শেরে বাংলা নগরে নেতাকর্মীদের ঢল
নিজস্ব প্রতিবেদক

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে শেরে বাংলা নগরে নেতাকর্মীদের ঢল

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে তার সমাধি প্রাঙ্গণে নেতাকর্মীদের ঢল নেমেছে। সোমবার ১৯ জানুয়ারি সকাল থেকেই প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী জিয়া উদ্যান এলাকায় সমবেত হন।

বেলা সোয়া ১১টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা শহীদ জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

সকাল থেকেই যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ব্যানার-ফেস্টুনসহ সমাধি প্রাঙ্গণে আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়তে থাকে। বিজয় সরণি মোড় থেকে বেইলি ব্রিজের দুই পাশ এবং জিয়া উদ্যানের ভেতরের এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে।

এদিকে সমাধির পাশে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দিনব্যাপী কোরআন তেলাওয়াত কর্মসূচি পালন করা হচ্ছে। পাশাপাশি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর পক্ষ থেকে মেডিক্যাল ক্যাম্প স্থাপন করে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।

এ ছাড়া জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), জিয়া পরিষদসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন পৃথক পৃথক মিছিল নিয়ে এসে শহীদ জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

বিকেল পর্যন্ত নেতাকর্মীদের সমাধি প্রাঙ্গণে আসা অব্যাহত থাকে। জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরে আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।