শাজাহানপুরে মোবাইল কোর্টের অভিযানে ৫৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, কারখানা মালিককে জরিমানা | Daily Chandni Bazar শাজাহানপুরে মোবাইল কোর্টের অভিযানে ৫৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, কারখানা মালিককে জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬ ২৩:৪৮
শাজাহানপুরে মোবাইল কোর্টের অভিযানে ৫৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, কারখানা মালিককে জরিমানা
নিজস্ব প্রতিবেদক

শাজাহানপুরে মোবাইল কোর্টের অভিযানে ৫৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, কারখানা মালিককে জরিমানা

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম এলাকায় অবৈধভাবে পলিথিন উৎপাদনের দায়ে একটি কারখানায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে আনুমানিক ৫৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. মাহমুদুল হাসান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় বগুড়া জেলা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে শাজাহানপুর উপজেলার গন্ডগ্রামে শাকিল আহমেদের মালিকানাধীন একটি অবৈধ পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয় এবং কারখানার মালিক শাকিল আহমেদকে তাৎক্ষণিকভাবে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর আরও জানায়, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহার বন্ধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।