ধুনটে পুলিশ সদস্য মারধরের মামলায় দুইজন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ | Daily Chandni Bazar ধুনটে পুলিশ সদস্য মারধরের মামলায় দুইজন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬ ২৩:৪৯
ধুনটে পুলিশ সদস্য মারধরের মামলায় দুইজন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
নিজস্ব প্রতিবেদক

ধুনটে পুলিশ সদস্য মারধরের মামলায় দুইজন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

বগুড়ার ধুনট উপজেলায় সড়কে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল চালকের কাছ থেকে ঘুস নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরের পর তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মাটিকোড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মাসুদ রানা (২৫) এবং চরপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাহিনুর জামান গোলাপ (৪৫)।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে ধুনট–শেরপুর আঞ্চলিক সড়কের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় টিএসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি চেকপোস্ট বসানো হয়। সেখানে পুলিশ সদস্য আব্দুল খালেক ও আব্দুল হামিদ দায়িত্ব পালন করছিলেন। এ সময় সড়কে চলাচলকারী মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছিল।

তল্লাশিকালে একটি মোটরসাইকেলের চালক হেলমেট না পরায় তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। একই সময় আরেকটি মোটরসাইকেল থামিয়ে চালকের কাছ থেকে এক হাজার টাকা ঘুস নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে দুই পুলিশ সদস্যকে মারধর করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর সোমবার রাতে ধুনট থানার এসআই মোস্তাফিজার রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তারকৃত দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে সরকারি কাজে বাধা প্রদান এবং দুই পুলিশ সদস্যকে মারধর করে আহত করার অভিযোগ আনা হয়। আহত দুই পুলিশ সদস্য ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

এ বিষয়ে ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম জানান, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে মামলার অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং তাদের আইনের আওতায় আনা হবে।