শেরপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী নিহত, একজন গুরুতর আহত | Daily Chandni Bazar শেরপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী নিহত, একজন গুরুতর আহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬ ০০:০৮
শেরপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী নিহত, একজন গুরুতর আহত
নিজস্ব প্রতিবেদক

শেরপুরে সড়ক দুর্ঘটনায় সিএনজি যাত্রী নিহত, একজন গুরুতর আহত

বগুড়ার শেরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহত ব্যক্তি ধুনট উপজেলার পূর্ব ভরণশাহী গ্রামের বাসিন্দা প্রদীপ (৪৫) বলে প্রাথমিকভাবে জানা গেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৭টার দিকে শেরপুর উপজেলার শালফা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট থেকে শেরপুরগামী একটি সিএনজি অটোরিকশা ওভারটেক করার সময় ঘন কুয়াশার কারণে সামনে স্পষ্টভাবে দেখতে না পেরে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা স্কুলবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের পর সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত হন এবং অপর যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদিকে সংঘর্ষের পর স্কুলবাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে সড়কের পাশে দুমড়েমুচড়ে যাওয়া একটি সিএনজি অটোরিকশা ও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।