বগুড়ায় সাবেক স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে অপহরণ, কুপিয়ে জখম ও ছুরিকাঘাতের অভিযোগ | Daily Chandni Bazar বগুড়ায় সাবেক স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে অপহরণ, কুপিয়ে জখম ও ছুরিকাঘাতের অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬ ০০:৩৭
বগুড়ায় সাবেক স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে অপহরণ, কুপিয়ে জখম ও ছুরিকাঘাতের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় সাবেক স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে অপহরণ, কুপিয়ে জখম ও ছুরিকাঘাতের অভিযোগ

বগুড়া শহরের কানুছগাড়ী এলাকায় এক ব্যক্তিকে অপহরণ করে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রাসেল আহম্মেদ (৩৩) বগুড়া সদর থানায় এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালে রাসেল আহম্মেদের সঙ্গে মোছা পারভীন আক্তারের বিয়ে হয়। তাদের এক পুত্র সন্তান রয়েছে। পারিবারিক কলহের কারণে ২০২২ সালে বিবাহ বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর থেকেই পারভীন আক্তার ও তার স্বজনরা রাসেলকে বিভিন্ন সময় হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

গত মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৮টার দিকে রাসেল ইন্ডিপেন্ডেন্ট হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে কানুছগাড়ী হাসপাতালের গলিতে পৌঁছালে অভিযুক্তরা তার পথরোধ করে। অভিযোগ অনুযায়ী, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে তাকে জোরপূর্বক একটি রিকশায় তুলে ঠনঠনিয়া নতুনপাড়া এলাকায় নিয়ে গিয়ে মারধর করা হয়। এ সময় তার কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। আহত রাসেলকে পরে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহফুজ আলম জানান, অভিযোগটি হাতে পেয়েছেন। ঘটনার তদন্ত চলছে এবং প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।