কেন্দ্রীয় সনদ পরীক্ষায় বগুড়া জেলায় প্রথম স্থান অর্জন করল রিয়াসুল আদিব | Daily Chandni Bazar কেন্দ্রীয় সনদ পরীক্ষায় বগুড়া জেলায় প্রথম স্থান অর্জন করল রিয়াসুল আদিব | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬ ০১:২৩
কেন্দ্রীয় সনদ পরীক্ষায় বগুড়া জেলায় প্রথম স্থান অর্জন করল রিয়াসুল আদিব
নন্দীগ্রাম, বগুড়া সংবাদদাতা

কেন্দ্রীয় সনদ পরীক্ষায় বগুড়া জেলায় প্রথম স্থান অর্জন করল রিয়াসুল আদিব

রিয়াসুল আদিব

২০২৫ সালে অনুষ্ঠিত তৃতীয় শ্রেণীর কেন্দ্রীয় সনদ পরীক্ষায় বগুড়া জেলায় প্রথম স্থান অর্জন করে অনন্য কৃতিত্ব অর্জন করেছে নন্দীগ্রাম উপজেলার নূরানী মডেল মাদ্রাসা এন্ড কেজি একাডেমির মেধাবী শিক্ষার্থী রিয়াসুল আদিব। সর্বোচ্চ নম্বর পেয়ে জেলা ফাস্ট হয়ে সে শুধু তার প্রতিষ্ঠানকেই নয়, বরং পুরো নন্দীগ্রাম উপজেলাকে গর্বিত করেছে। জানা যায়, ২০২৫ সালের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় নন্দীগ্রাম নূরানী মডেল মাদ্রাসা থেকে মোট ২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। তাদের মধ্য থেকে রিয়াসুল আদিব সর্বোচ্চ নম্বর অর্জনের মাধ্যমে বগুড়া জেলায় প্রথম স্থান অধিকার করে শিক্ষাঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। গত ১৯ জানুয়ারি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশে রিয়াসুল আদিবকে প্রথম পুরস্কার হিসেবে একটি সাইকেল উপহার দেওয়া হয়। এ সময় অনুষ্ঠানস্থলে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং শিক্ষক-অভিভাবকরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। রিয়াসুল আদিব নন্দীগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী মনসুর হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আতাহার আলী খোকনের ছেলে। পারিবারিকভাবে শিক্ষাবান্ধব পরিবেশ পাওয়াও তার এই সাফল্যের অন্যতম কারণ বলে অভিমত সংশ্লিষ্টদের। উল্লেখ্য, ২০১৭ সালে নন্দীগ্রাম নূরানী মডেল মাদ্রাসা এন্ড কেজি একাডেমি মাত্র ১৫ জন শিক্ষক ও ৫ জন কর্মচারী নিয়ে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকে সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান কার্যক্রম পরিচালনার ফলে ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করে আসছে প্রতিষ্ঠানটি। অল্প সময়ের মধ্যেই এটি নন্দীগ্রামে একটি সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
 
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ মাহদী হাসান বলেন, ২০১৭ সালে আমরা খুব অল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে এই মাদ্রাসার যাত্রা শুরু করি। আলহামদুলিল্লাহ, আজ এখানে প্রায় সাড়ে চারশ কোমলমতি শিক্ষার্থী অধ্যয়ন করছে। মাদ্রাসার বিভাগসমূহ নূরানী বিভাগ প্লে থেকে তৃতীয় ইফতেদায়ি শাখা, চতুর্থ পঞ্চম দাখেলি শাখা, ষষ্ঠ থেকে দশম আবাসিক বিভাগ, মক্তব এবং হিফজ বিভাগে পাঠদান করানো হয়। আমাদের লক্ষ্য হলো আপনার আদরের সন্তান দ্বিনি শিক্ষা ভিত্ত্বি মজবুত ও আমলি জিন্দেগী গড়ে একজন নববী আদর্শিত মানব হিসেবে গড়ে তোলায় আমাদের মূল লক্ষ্য, আরবি লেখা, বাংলা-ইংরেজি-আরবি শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। রিয়াসুল আদিবের এই সাফল্য আমাদের সেই লক্ষ্য বাস্তবায়নেরই ফল। তিনি আরও বলেন,
এই অর্জন শুধু একজন শিক্ষার্থীর নয়, এটি আমাদের সকল শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও আমরা নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। রিয়াসুল আদিবের এই সাফল্য প্রমাণ করে পরিকল্পিত শিক্ষা, অভিজ্ঞ শিক্ষক ও পরিবার-প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টা থাকলে অল্প বয়সেই জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন সম্ভব। এই অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার নাম।