নন্দীগ্রামে হাইওয়ে পুলিশ–সেনাবাহিনীর যৌথ অভিযানে আইন অমান্যকারী যানবাহনে মামলা | Daily Chandni Bazar নন্দীগ্রামে হাইওয়ে পুলিশ–সেনাবাহিনীর যৌথ অভিযানে আইন অমান্যকারী যানবাহনে মামলা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬ ০০:১২
নন্দীগ্রামে হাইওয়ে পুলিশ–সেনাবাহিনীর যৌথ অভিযানে আইন অমান্যকারী যানবাহনে মামলা
উপজেলা সংবাদদাতা, নন্দীগ্রাম, বগুড়াঃ

নন্দীগ্রামে হাইওয়ে পুলিশ–সেনাবাহিনীর যৌথ অভিযানে আইন অমান্যকারী যানবাহনে মামলা

বগুড়ার নন্দীগ্রামে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় চেকপোস্ট বসিয়ে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ধরনের আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযান চলাকালে কাগজপত্র না থাকা, অতিরিক্ত যাত্রী বহন, হেলমেট ব্যবহার না করা, যানবাহনের ফিটনেস ও চালকের লাইসেন্স সংক্রান্ত অনিয়মসহ নানা অভিযোগে প্রায় ১০টি যানবাহনের চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।  যৌথ অভিযানে অংশ নেন নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে ফাঁড়ি থানার পুলিশ সদস্যরা এবং বাংলাদেশ সেনাবাহিনীর নন্দীগ্রাম ৪০ বীর ক্যাম্পের একটি টহল দল। এতথ্য নিশ্চিত করে নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে ফাঁড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন,
সড়ক দুর্ঘটনা রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে। এ ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। স্থানীয় পথচারীরা বাসিন্দারা জানান, এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।