বগুড়ার নন্দীগ্রাম বাজারে বিক্রি করা হচ্ছিল নিষিদ্ধ আফ্রিকান মাগুর | Daily Chandni Bazar বগুড়ার নন্দীগ্রাম বাজারে বিক্রি করা হচ্ছিল নিষিদ্ধ আফ্রিকান মাগুর | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬ ০০:৪১
বগুড়ার নন্দীগ্রাম বাজারে বিক্রি করা হচ্ছিল নিষিদ্ধ আফ্রিকান মাগুর
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার নন্দীগ্রাম বাজারে বিক্রি করা হচ্ছিল নিষিদ্ধ আফ্রিকান মাগুর

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাজারে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ। ২১ জানুয়ারি বুধবার কুন্দারহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রকাশ্যে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রি করার অপরাধে এক বিক্রেতাকে দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। এ সময় বিক্রির উদ্দেশ্যে রাখা প্রায় ২০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, বগুড়ার শাজাহানপুর উপজেলার আব্দুল বাছেদের ছেলে জাহিদ হাসান [১৯]। অভিযানকালে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস। অভিযানচলাকালে ভ্রাম্যমান আদালতের বিচারক বলেন, আফ্রিকান মাগুর মাছ পরিবেশ ও দেশীয় মাছের জন্য মারাত্মক ক্ষতিকর হওয়ায় সরকারিভাবে এটি উৎপাদন, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, জনস্বাস্থ্য ও দেশীয় জলজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অভ্যাহত থাকবে। কেউ নিষিদ্ধ মাছ বিক্রি বা সংরক্ষণ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানকালে বাজারের ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে নিষিদ্ধ মাছ বিক্রি না করার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়।