বগুড়ার ৭টি আসনে দাঁড়িপাল্লা প্রতীক পাওয়ায় জামায়াত প্রার্থীদের শুকরিয়া আদায় | Daily Chandni Bazar বগুড়ার ৭টি আসনে দাঁড়িপাল্লা প্রতীক পাওয়ায় জামায়াত প্রার্থীদের শুকরিয়া আদায় | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬ ০০:৫০
বগুড়ার ৭টি আসনে দাঁড়িপাল্লা প্রতীক পাওয়ায় জামায়াত প্রার্থীদের শুকরিয়া আদায়
খবর বিজ্ঞপ্তিঃ

বগুড়ার ৭টি আসনে দাঁড়িপাল্লা প্রতীক পাওয়ায় জামায়াত প্রার্থীদের শুকরিয়া আদায়

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদের মাঝে বুধবার প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। সকালে বগুড়া জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান বৈধ প্রার্থীদের হাতে প্রতিক তুলে দেন।
অন্যান্য প্রার্থীদের পাশাপাশি জামায়াতে ইসলামী মনোনীত বগুড়ার ৭টি আসনের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতিক তুলে দেন জেলা প্রশাসক। জামায়াত মনোনীত প্রার্থীরা হলেন বগুড়া-১ মোঃ শাহাবুদ্দিন, বগুড়া-২ আসনে মাওলানা আবুল আজাদ মোহাম্মাদ শাহাদুজ্জামান, বগুড়া-৩ আসনে নূর মোহাম্মাদ, বগুড়া-৪ আসনে মোস্তফা ফয়সাল, বগুড়া -৫ আসনে মোঃ দবিবুর রহমান, বগুড়া-৬ আসনে আবিদুর রহমান এবং বগুড়া-৭ আসনে গোলাম রব্বানী।
প্রতিক বরাদ্দ শেষে জামায়াতের প্রার্থীরা নেতাকর্মি ও সমর্থকদের নিয়ে বিশেষ মুনাজাতে শরীক হন। তারা আসন্ন নির্বাচনে বিজয়ী হতে মহান আল্লাহর সাহায্য কামনা করেন।