প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬ ২২:৪০
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬
জয়পুরহাটকে হারিয়ে ফাইনালে বগুড়া
নিজস্ব প্রতিবেদক
ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬-এর ফাইনালে উঠেছে বগুড়া জেলা দল। নওগাঁ ভেন্যুতে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে জয়পুরহাট জেলা অনূর্ধ্ব-১৬ দলকে ৭১ রানের ব্যবধানে পরাজিত করে এই সাফল্য অর্জন করে বগুড়ার কিশোর ক্রিকেটাররা।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বগুড়া জেলা দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২০৬ রান। দলের হয়ে শিহাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে অপরাজিত ৫০ রান করেন, যা দলের সংগ্রহে বড় অবদান রাখে।
জবাবে ২০৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে জয়পুরহাট জেলা অনূর্ধ্ব-১৬ দল ৪৬ দশমিক ৩ ওভারে ১৩৬ রানে গুটিয়ে যায়।
বগুড়ার বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ইয়াসিন। দুর্দান্ত বোলিংয়ে তিনি হ্যাটট্রিকসহ মোট ৪টি উইকেট শিকার করে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন।
এই জয়ের মাধ্যমে বগুড়া জেলা অনূর্ধ্ব-১৬ দল টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল। ফাইনালে দলটির পারফরম্যান্স ঘিরে এখন ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা তুঙ্গে।