বগুড়ার মোকামতলা এলাকায় ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে একটি ট্রাকসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় ট্রাকের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়েছে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, এসআই মো. আনছার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রিকালীন ডিউটিতে থাকাকালে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে কাশিপুর গ্রামসংলগ্ন মোকামতলা থেকে জয়পুরহাটগামী পাকা সড়কে একটি ট্রাক সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখেন। পুলিশ ট্রাকটিকে চ্যালেঞ্জ করলে ভেতর থেকে ৬-৭ জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।
পরে ট্রাকটির পেছনের অংশে তল্লাশি চালিয়ে পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় দুইজনকে উদ্ধার করে। উদ্ধারকৃতরা জানান, তারা ওই ট্রাকের চালক ও হেলপার।
ভুক্তভোগীদের বরাতে পুলিশ জানায়, তারা দিনাজপুর জেলা থেকে ধান বোঝাই একটি ট্রাক নিয়ে নওগাঁর উদ্দেশ্যে রওনা হন। রাত আনুমানিক ১টার দিকে নওগাঁ জেলার বদলগাছি থানার কীর্তিপুর এলাকায় পৌঁছালে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ৭-৮ জন ডাকাত ব্যারিকেড দিয়ে তাদের ট্রাকটি ছিনতাই করে। পরে চালক ও হেলপারকে হাত-পা বেঁধে ট্রাকের ভেতরে আটকে রেখে ডাকাতরা পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট-১৬-০১৩৮ এবং আটককৃত ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর বগুড়া-ড-১১-১৯৮১।
আটক ব্যক্তির নাম আরিফুল ইসলাম (৩০)। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শিবপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম রফিকুল ইসলাম।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।