টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অগ্নিকাণ্ড, দুই ফার্মেসি ও রেস্টুরেন্টে ব্যাপক ক্ষতি | Daily Chandni Bazar টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অগ্নিকাণ্ড, দুই ফার্মেসি ও রেস্টুরেন্টে ব্যাপক ক্ষতি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬ ২২:৪৮
টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অগ্নিকাণ্ড, দুই ফার্মেসি ও রেস্টুরেন্টে ব্যাপক ক্ষতি
নিজস্ব প্রতিবেদক

টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অগ্নিকাণ্ড, দুই ফার্মেসি ও রেস্টুরেন্টে ব্যাপক ক্ষতি

বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে অগ্নিকাণ্ডে দুটি ফার্মেসি ও একটি রেস্টুরেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করা যাবে) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে হাসপাতালের সামনে অবস্থিত একটি ওষুধের দোকান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরেকটি ওষুধের দোকান ও একটি রেস্টুরেন্টে।

খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ১২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলামের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় পৌনে ১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

অগ্নিকাণ্ডে দুটি ফার্মেসির অধিকাংশ ওষুধ পুড়ে যায়। পাশাপাশি পাশের একটি রেস্টুরেন্টের আসবাবপত্র ও মালামালও ক্ষতিগ্রস্ত হয়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।