তারেক রহমানের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিল বগুড়া জেলা ছাত্রদল | Daily Chandni Bazar তারেক রহমানের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিল বগুড়া জেলা ছাত্রদল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬ ১৯:৫২
তারেক রহমানের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিল বগুড়া জেলা ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক

তারেক রহমানের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিল বগুড়া জেলা ছাত্রদল

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিয়েছে বগুড়া জেলা ছাত্রদল। শনিবার   (৩১ জানুয়ারি) সকাল ১১টায় হোটেল নাজ গার্ডেনে আয়োজিত এক মতবিনিময় সভায় তারেক রহমানের পতাকা তুলে দেন ছাত্রদলের নেতারা।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশের নেতৃত্বে জেলা ছাত্রদলের শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা ছাত্রদল সভাপতি রশিদ সন্ধান সরকার বলেন, ‘আগামী দিনের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সেবক তারেক রহমানের হাতে জাতীয় পতাকা তুলে দেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দ। আমরা সবাই জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব দিয়েছি। আমরা মনে করি বাংলাদেশ তারেক রহমানের হাতেই নিরাপদ।’