যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার চেয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষায় মনযোগ উ. কোরিয়ার
![যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার চেয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষায় মনযোগ উ. কোরিয়ার](./assets/news_images/2019/03/15/CB_15032019_42.gif)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নতুন করে আলোচনার আবহ তৈরির কথা ভাবছে না উত্তর কোরিয়া। সে দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে রাশিয়ার একটি দৈনিকে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক পরীক্ষার দিকে ঝুঁকছে দেশটি।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বরাত দিয়ে বলা হয়েছে, উত্তর কোরিয়া মনে করে কিম-ট্রাম্পের মধ্যকার বৈঠক ফলাবর্তন ছাড়াই শেষ হওয়ার পেছনে যুক্তরাষ্ট্র দায়ী। যুক্তরাষ্ট্রের কোনো দাবি পূরণের ইচ্ছা উত্তর কোরিয়ার নেই। এমনকি কোনো ধরনের সমঝোতা করারও ইচ্ছা নেই তাদের।
মার্কিণ পররাষ্ট্রমন্ত্রী এবং সে দেশের নিরাপত্তা উপদেষ্টা মিলে কিম-ট্রাম্পের দ্বিতীয়বারের বৈঠকের ব্যবস্থা করেন। তবে উত্তর কোরিয়াকে পরমাণু মুক্ত হওয়ার যে প্রস্তাব দেন ট্রাম্প এবং কিমের পক্ষ থেকে পাল্টা দেওয়া প্রস্তাবে যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়ার কথা বলা হয়; সেটা কেউই মেনে নেননি। সেজন্য কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয়ে যায় ভিয়েতনামের হানয় এ বসা দ্বিতীয়বারের মতো এই দুই নেতার এই হাই-ভোল্টেজ বৈঠক।