'আমি সিরিয়ায় ফিরে যেতে চাই না'
!['আমি সিরিয়ায় ফিরে যেতে চাই না'](./assets/news_images/2019/03/15/CB_15032019_44.gif)
গত আট বছরে সিরিয়া ছেড়ে বহু মানুষ অন্যত্র চলে গেছে। সিরিয়া ছেড়ে অন্যত্র চলে যাওয়া মানুষের এই সংখ্যা পৃথিবীর অন্য যে কোনো জায়গা ছেড়ে চলে যাওয়া মানুষদের তুলনায় অনেক বেশি।
অনেকে নিজেদের পরিবার পরিজন হারিয়ে বেঁচে থাকার আশায় একাই অন্য জায়গায় চলে গেছেন। অনেকেই আবার সপরিবারে চলে যাওয়ার সৌভাগ্য অর্জন করেছেন।
তবে আট বছর বয়সী রোয়া সিরিয়া ছেড়ে গেছে বহু আগে। প্রথমে তার পরিবারের সবার স্বপ্ন ছিল সহিংসতা বন্ধ হলে লেবানন থেকে ফিরে আসবেন। তবে গত কয়েক বছরে সেই মনমানসিকতা একেবারেই পরিবর্তিত হয়ে গেছে।
কয়েক বছর আগে রোয়া বিবিসিকে জানিয়েছিল, সে সিরিয়ায় ফিরে যেতে চায়। কারণ হিসেবে জানিয়েছেল, সেখানে সে তার সুন্দর পুতুলটি ফেলে এসেছে।
আট বছর বয়সী রোয়া এখন স্বপ্ন দেখে, সে লেবাননেই বেড়ে উঠবে। রাসায়নিক হামলার পর জীবন বাঁচাতে লেবানন যাওয়া রোয়া সাফ জানিয়ে দেয়, কোনোভাবেই সে সিরিয়ায় ফিরতে চায় না। কারণ হিসেবে জানায়, সিরিয়ায় সারাক্ষণ সহিংসতা লেগেই আছে। সে কারণে সেখানে ফিরতে চায় না।