প্রকাশিত : ২০ মার্চ, ২০১৯ ১৭:৪১

শুক্রবার নিউজিল্যান্ডের টিভি-বেতারে আজান সম্প্রচার হবে

অনলাইন ডেস্ক
শুক্রবার নিউজিল্যান্ডের টিভি-বেতারে আজান সম্প্রচার হবে
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ও ক্রাইস্টচার্চের মসজিদ

গত শুক্রবার (১৫ মার্চ) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বর্বরোচিত হামলা করা হয়। আগামী শুক্রবার নিউজিল্যান্ডের সরকারি টেলিভিশন (টিভিএনজেড) ও বেতারে (আরএনজেড) আজান সম্প্রচার করা হবে।

ওই হামলায় হতাহতদের প্রতি শ্রদ্ধা এবং মুসলিম সম্প্রদায়ের সাথে একাত্মতা ঘোষণা করতে এই উদ্যোগ গ্রহণ করেছে দেশটির সরকার। 

বুধবার ক্রাইস্টচার্চের একটি স্কুল পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। 

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, হামলায় নিহতদের স্মরণে আগামী শুক্রবার দুই মিনিটের নীরবতাও পালন করা হবে।

সূত্র : জিও টিভি