প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯ ২০:১৫
নির্বাচনী সহিংসতা : অন্ধ্রপ্রদেশে নিহত ২
অনলাইন ডেস্ক

অন্ধ্রপ্রদেশে নির্বাচনী সহিংসতায় আহত এমএলএ গোপি রেড্ডি
ভারতে চলমান লোকসভা নির্বাচনে ভোটগ্রহনের প্রথম দিনে নির্বাচনী সহিংসতায় অন্তত দুইজন নিহত হয়েছে।
দেশটির অন্ধ্রপ্রদেশে আজ বৃহস্পতিবার দুপুরে টিডিপি এবং ওয়াইএসআরসিপি দলের একটি অংশের মধ্যে সংঘর্ষ হয়। একটি ভোটকেন্দ্রের বাইরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জানা গেছে, আজ অন্ধ্রপ্রদেশের আরো কয়েকটি স্থানে নির্বাচনী সহিংসতা হয়েছে। রাজ্যটির ঘুনটর জেলায় বিধানসভার স্পিকার কোদেলা সিভাপ্রাসাদের ওপর হামলা চালিয়েছে ওয়াইএসআরসিপি দলের কর্মীরা।
এদিকে, টিডিপি দলের প্রধান চন্দ্রবাবু নাইডু ওয়াইএসআরসিপি-র বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস