প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯ ২০:১৬
মাঝরাতে মোবাইলে ভিডিও দেখায় স্ত্রীকে খুন
অনলাইন ডেস্ক

মাঝরাতে মোবাইলে ভিডিও দেখছিল স্ত্রী। এ কারণে স্ত্রীর উপর রেগে যায় স্বামী। তখনই সে গলা টিপে খুন করে স্ত্রীকে। মঙ্গলবার মধ্যরাতে ভারতের মুম্বাইয়ের মুলুন্দে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।
জানা গেছে, মঙ্গলবার রাতে ঘুমোতে যাওয়ার আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ভোর ৪ টার সময় ঘুম ভেঙে যায় স্বামীর। সে দেখে, স্ত্রী মোবাইলে ভিডিও দেখছে। রাগে তাকে শ্বাসরোধ করে খুন করে স্বামী।
স্বামীর নাম চেতন আর স্ত্রীর নাম আরতি। ঘটনার সময় একই ঘরে ঘুমাচ্ছিল তাদের ২ বছরের ছেলে।