প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯ ২১:০৯

ধূলিঝড়ে লণ্ডভণ্ড মোদির সভা, দুর্যোগে বিপর্যস্ত ৮ রাজ্য, দুদিনে নিহত ৪০

অনলাইন ডেস্ক
ধূলিঝড়ে লণ্ডভণ্ড মোদির সভা, দুর্যোগে বিপর্যস্ত ৮ রাজ্য, দুদিনে নিহত ৪০

ভারতের গুজরাট রাজ্যে ধূলিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে নরেন্দ্র মোদির জনসভা। ধূলিঝড় এবং প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির ৮ রাজ্য। প্রাকৃতিক বিপর্যয়ে ওই ৮ রাজ্যে ৪০ জনের প্রাণহানি ঘটেছে। গত দুদিনে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। 

সর্বশেষ প্রাপ্ত তথ্যে এ কথা জানা গেছে। 

জানা গেছে, ধূলিঝড় ও প্রবল বৃষ্টিপাতে মধ্যপ্রদেশে ১৬ জন নিহত হয়েছে। একই কারণে গুজরাটে নিহত হয়েছে ১১ জন। ঝাড়খণ্ড, মহারাষ্ট্রে মারা গেছে ১ জন করে। প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরপ্রদেশে নিহত হয়েছে ১ এবং পাঞ্জাবে ৩ জন। একই কারণে হিমাচলপ্রদেশে নিহত হয়েছে ১ জন। 

এদিকে ওই ৮ রাজ্যে প্রাকৃতিক বিপর্যয়ে ভোট প্রস্তুতি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ ও ক্ষতিগ্রস্তদের ৫০ হাজার টাকা করে দেবেন বলে এক ঘোষণায় জানিয়েছেন। 

সূত্র : জি-টিভি 

উপরে