প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯ ১৭:৪৭
হাইওয়েতে বাস থামিয়ে ১৪ যাত্রীকে গুলি করে হত্যা
অনলাইন ডেস্ক
পাকিস্তানে হাইওয়েতে বাস থামিয়ে ১৪ জন যাত্রীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। দেশটির বেলুচিস্তান প্রদেশের উপকূলীয় মাকরান শহরের হাইওয়েতে এ ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটেছে।
জিও টিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে , একটি বাস থামিয়ে কিছু যাত্রীকে নামতে বলে সশস্ত্র লোকেরা। যাত্রীদের পরিচয় জানতে চায় তারা। এরপর ১৪ জনকে গুলি করে হত্যা করে তারা।
নিহতদের মধ্যে একজন নৌবাহিনীর এবং একজন উপকূলীয় রক্ষীবাহিনীর সদস্য।
তবে কি কারণে এ হত্যাকাণ্ড তা এখনো জানা যায়নি।