ভূগোল জ্ঞানের 'অভাবে' আবারো ধরা ইমরান খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, জাপান ও জার্মানি একে অন্যের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করছে। তার সেই মন্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
সোমবার তেহরানে ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা হাসান রুহানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সীমান্তে দু'দেশ কীভাবে যৌথ শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলছে, তার উদাহরণ দিতে গিয়ে জাপান ও জার্মানির নাম নেন।
ইমরান খান বলেন, জাপান ও জার্মানির মধ্যকার সীমান্ত এলাকায় তাদের যৌথ শিল্পপ্রতিষ্ঠান আছে।
ইমরান খান ইতিহাস গুলিয়ে ফেলায় সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল হাসাহাসির শিকার হচ্ছেন। জাপানের সঙ্গে জার্মানির সীমান্ত ভাগাভাগি বিষয়ক ইমরানের মন্তব্যকে ‘বিব্রতকর’ অ্যাখ্যা দিয়ে কটাক্ষ করেছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিও।
২০১৮ সালের ডিসেম্বরে আফ্রিকাকে উদীয়মান দেশ অ্যাখ্যা দিয়েও সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল সমালোচনার মুখে পড়েন ইমরান।
ফ্রান্সের সঙ্গে জাপানকে গুলিয়ে ফেলার কারণেই মুখ ফসকে ইমরান খান এ কথা বলেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ও ফ্রান্সের মধ্যে যে এলিজে মৈত্রী চুক্তি হয়েছিল, সেটার ধারাবাহিকতায় ইউরোপের দেশ দু'টি অর্থনৈতিক ও সামরিক সহযোগিতার পথে এগিয়ে যায়।