প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১ ১২:২৮

দিল্লিতে এবার কৃষকদের ট্রাক্টর মিছিল

অনলাইন ডেস্ক
দিল্লিতে এবার কৃষকদের ট্রাক্টর মিছিল

প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিলে ‘নীতিগতভাবে’ অনুমোদন দিয়েছে পুলিশ। কিন্তু কোন পথে মিছিল যাবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
শনিবার (২৩ জানুয়ারি) দিল্লি পুলিশের সঙ্গে বৈঠকের পর স্বরাজ ইন্ডিয়ার নেতা যোগেন্দ্র যাদব জানান, প্রজাতন্ত্র দিবসে কৃষক গণতন্ত্র যাত্রায় সামিল হবেন বিক্ষোভরত চাষিরা। খবর হিন্দুস্তান টাইমসের।

ওই নেতা জানান, গাজিপুর, সিংঘু, তিকরি, শাহজানপুরসহ দিল্লির বিভিন্ন সীমান্তের ব্যারিকেড সরিয়ে দেয়া হবে এবং কৃষকরা দিল্লিতে প্রবেশ করবেন। সেই অনুমতি দিয়েছে পুলিশ। প্রায় ১০০ কিলোমিটার মিছিলের পর কৃষকরা বিক্ষোভের জায়গায় ফিরে আসবেন।

তবে দিল্লি পুলিশ এখনো সরকারিভাবে জানায়নি, কোন কোন শর্তে ট্রাক্টর মিছিলে ‘নীতিগতভাবে’ অনুমোদন দেয়া হয়েছে।

দিল্লি পুলিশ সূত্রের বরাতে ওই খবরে বলা হয়েছে, অঙ্গীকারপত্রে কৃষকদের লিখিতভাবে জানাতে হবে যে মিছিলে কতগুলো ট্রাক্টর থাকবে, কখন মিছিল হবে, সেদিনের পরিকল্পনাসহ সকল তথ্য দিতে হবে। তারপর তা দেখে ‘লিখিত অনুমতি’ দেবে পুলিশ।

উপরে