প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২১ ১৪:৩৯

জরুরি ব্যবহারে রাশিয়ার ভ্যাকসিনের অনুমোদন দিল ইরান

অনলাইন ডেস্ক
জরুরি ব্যবহারে রাশিয়ার ভ্যাকসিনের অনুমোদন দিল ইরান

রাশিয়ার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা ‘স্পুটনিক ভি’ জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ইরান। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই অনুমোদনের কথা জানানো হয়। খবর আন্তর্জাতিক গণমাধ্যমের।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও গণসংযোগ কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর গণমাধ্যমের বরাত দিয়ে বলেছেন, দেশটির খাদ্য ও ওষুধ সংস্থার নিয়ন্ত্রণ বিষয়ক কমিশন রাশিয়ার ‘স্পুটনিক ভি’ টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

রাশিয়ার পাশাপাশি চীন, ভারতসহ অন্যান্য দেশ থেকেও টিকা আনার সম্ভাবনা পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ পর্যন্ত আরও বেশ কয়েকটি দেশ ‘স্পুটনিক ভি’ টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

গত আগস্টে রাশিয়া ‘স্পুটনিক ভি’ টিকার অনুমোদন দেয়। এটি বিশ্বে রাষ্ট্রীয় অনুমোদন পাওয়া প্রথম করোনার টিকা। রাশিয়া জানিয়েছে, তাদের উদ্ভাবিত ‘স্পুটনিক-ভি’ টিকা কার্যকর ও নিরাপদ। আস্থা না থাকায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেন থেকে টিকা আমদানি নিষিদ্ধ করেছে ইরান।

এদিকে দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৮৫ জন মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫২৭ জন। এ নিয়ে দেশটিতে এ ভাইরাসে মারা গেছে ৫৭ হাজার ৭৩৬ জন।

উপরে