প্রকাশিত : ৫ ফেব্রুয়ারী, ২০২১ ১২:৪৯

নিউইয়র্কের একটি দোকানে প্রকাশ্য দিবালোকে ডাকাতি

অনলাইন ডেস্ক
নিউইয়র্কের একটি দোকানে প্রকাশ্য দিবালোকে ডাকাতি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রকাশ্য দিবালোকে চ্যানেল বটিক নামের একটি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার লোয়ার ম্যানহাটনে ওই দোকানে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় এক লাখ ৬০ হাজার ডলার (এক কোটি ৬২ লাখ টাকা) পণ্য নিয়ে পালিয়ে যায় ডাকাতদল।

দোকানের ভিডিওতে দেখা যায়, দুপুর ২টার দিকে ‘সরে যান’ ‘সরে যান’ বলে প্রথমে দোকানে প্রবেশ করে ডাকাতরা। তারা ছিল অস্ত্রধারী। তাদের মধ্যে একজন দোকানের দরজা টেনে ধরে রাখে এবং বাকিরা সাজিয়ে রাখা পণ্যগুলো জমা করতে থাকে। সেখানে থাকা সকল পণ্যই ছিল অভিজাত ও দামি।

ভিডিওতে দেখা যায়, দোকানের মধ্যে থাকা ক্রেতারাও তাদের হামলার প্রতিবাদ করছে। তবে তারা সফলভাবে পালিয়ে যেতে সক্ষম হয়। এখন পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেফতার করতে পারেনি।

উপরে