প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২১ ১১:৫২

ভ্যাকসিন নিলে কর্মীদের সাড়ে ৮ হাজার টাকা দেবে ক্রোগার

অনলাইন ডেস্ক
ভ্যাকসিন নিলে কর্মীদের সাড়ে ৮ হাজার টাকা দেবে ক্রোগার

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভ্যাকসিন গ্রহণ করলে কর্মীদের ১০০ মার্কিন ডলার অর্থাৎ প্রায় সাড়ে আট হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপার মার্কেট সংস্থা ক্রোগার।

লকডাউনের মধ্যে চাহিদা বৃদ্ধি পাওয়ায় এক লাখেরও বেশি নতুন কর্মী নিয়োগ দিয়েছে সংস্থাটি। সুপার মার্কেট রালফস এবং হ্যারিস টিটারও তারাই পরিচালনা করে।

সম্প্রতি ক্রোগার জানিয়েছে, তারা সহযোগীদের পুরস্কার হিসেবে বাড়তি ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

শুধু ক্রোগার নয়, যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন নিলে কর্মীদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে আরো কয়েকটি বড় প্রতিষ্ঠান।

এর মধ্যে রয়েছে বাহারি পণ্য বিক্রেতা ডলার জেনারেল, ইনস্টাকার্ট, ট্রেডার জো’স, জার্মান সুপার মার্কেট অ্যালদি প্রভৃতি।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্যমতে, দেশটিতে প্রথম ধাপে করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে স্বাস্থ্যসেবা কর্মী এবং নার্সিং হোমের বাসিন্দাদের। দ্বিতীয় ধাপে পাবেন ৭৫ বছর বয়শোর্ধ্ব এবং জরুরি খাতের কর্মীরা।

বিশ্বের মধ্যে করোনায় সবচেয়ে বেশি ভুক্তভোগী যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রায় ২ কোটি ৭ লাখ মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৪ লাখ ৭০ হাজারেরও বেশি।

করোনাভাইরাস মহামারির কারণে ভয়াবহ সঙ্কটে পড়েছে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। সংক্রমণ রোধে লকডাউন জারি করায় সেখানে চাকরি হারিয়েছেন লাখ লাখ মানুষ।

মহামারিতে নিম্নবিত্তদের দুর্দশা বাড়লেও কপাল খুলেছে উচ্চবিত্তদের। করোনার মধ্যে তাদের অর্থভাণ্ডার আরও ফুলেফেঁপে উঠেছে। এই মহামারিকালেই বিপুল অর্থ আয় করেছে অ্যামাজন, ওয়ালমার্ট, টেসলার মতো প্রতিষ্ঠানগুলো।

 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন

উপরে