প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২১ ১১:০৮

যুক্তরাজ্যে সাড়ে ৪ মাসে সর্বনিম্ন করোনা আক্রান্তের রেকর্ড

অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যে সাড়ে ৪ মাসে সর্বনিম্ন করোনা আক্রান্তের রেকর্ড

যুক্তরাজ্যে গত সাড়ে চার মাসের মধ্যে সর্বনিম্ন করোনা আক্রান্তের রেকর্ড হয়েছে সোমবার (১৫ ফেব্রুয়ারি)। এদিন গত ২ অক্টোবরের পর থেকে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রথমবারের মতো ১০ হাজারের নিচে নেমে আসে। তার সঙ্গে কমেছে মৃতের সংখ্যাও।

সোমবার দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৬৫ জন। যা রোববার ছিল ১০ হাজার ৯৭২ জন, শনিবার ছিল ১৩ হাজার ৩০৮ জন, শুক্রবার ছিল ১৫ হাজার ১১৪ জন। সোমবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৪৭ হাজার ৮৪৩ জন।

এদিকে গত ২৬ ডিসেম্বরের পর সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা দেখা গেছে সোমবার। এদিন মৃত্যু হয়েছে ২৩০ জনের। যা গত রোববার ছিল ২৫৮ জন, শনিবার ছিল ৬২১ জন, শুক্রবার ছিল ৭৫৮ জন। এ পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৩৯৬ জন।

তাছাড়া বর্তমানে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩ হাজার ৩৪১ জন। এর মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন ২ হাজার ৯৪৩ জন। যা গত দুইদিন ধরে অপরিবর্তিত দেখাচ্ছে।যুক্তরাজ্যে এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৫৩ লাখ ১৫১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ লাখ ৩৯ হাজার ৬৩০ জন।

উপরে