প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২১ ১১:৪১

ভারতে টিকা নিয়েছেন ১ কোটির বেশি মানুষ

অনলাইন ডেস্ক
ভারতে টিকা নিয়েছেন ১ কোটির বেশি মানুষ

করোনা মোকাবিলায় টিকাদানে নতুন রেকর্ড করেছে ভারত। বিশ্বের মধ্যে দ্বিতীয় দ্রুততম সময়ে ১ কোটি মানুষকে টিকা দিয়েছে দেশটি। এর মাঝে দেশটিতে ইতিমধ্যেই দ্বিতীয় ডোজের করোনা টিকা দেওয়ার পাশাপাশি দ্বিতীয় পর্বের টিকাদানেরও তোড়জোড় শুরু হয়েছে। খবর এনডিটিভি অনলাইনের।

শুক্রবার ভারতে পার হয়েছে ১ কোটি মানুষের টিকাদান। এতে ভারতের সময় লেগেছে ৩৪ দিন। এর আগে যুক্তরাষ্ট্রে ৩১ দিনে এক কোটি মানুষকে করোনার টিকা দেয়া হয়েছিল। এছাড়া যুক্তরাজ্যের লেগেছিল ৫৬ দিন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশটিতে করোনা টিকার জন্য নিবন্ধনের কো-উইন অ্যাপে গোলোযোগের কারণে কিছু ক্ষেত্রে টিকাদানের ধীর গতি দেখা গেলেও দেশটি এই রেকর্ড গড়তে পেরেছে।

১৬ মার্চ প্রথম টিকাদান শুরু হয় ভারতে। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে স্বাস্থ্যকর্মী, পুলিশ, শিক্ষকসহ ৩০ কোটি প্রথমসারির করোনা যোদ্ধাকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে দেশটি।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯ লাখ ৬৩ হাজার ৩৯৪ জনে। এ সময়ে মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ১১১ জন।

দৈনিক চাঁদনী বাজার  /সাজ্জাদ হোসাইন

উপরে