প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী, ২০২১ ১১:৩৮

পেট্রল-ডিজেলের দাম কমাল পশ্চিমবঙ্গ, কার্যকর মধ্যরাত থেকেই

অনলাইন ডেস্ক
পেট্রল-ডিজেলের দাম কমাল পশ্চিমবঙ্গ, কার্যকর মধ্যরাত থেকেই

ভারতের কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে চাপে ফেলতে পেট্রল ও ডিজেলের দাম প্রতি লিটারে এক টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রোববার (২১ ফেব্রুয়ারি) এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারতের এই রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। খবর আনন্দবাজার।

দেশটিতে পেট্রোপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অমিত বলেন, ‘কেন্দ্রীয় সরকারের কোনো সিদ্ধান্তের সঙ্গে মানবিকতার কোনো যোগাযোগ নেই। কিন্তু আমাদের হাতে সেভাবে টাকা নেই, তার পরেও আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে পেট্রল ও ডিজেলের প্রতি লিটারে এক টাকা করে কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আগামীকাল, ২২ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে রাজ্যে এই নতুন দাম কার্যকর হয়ে যাবে।’

তিনি বলেন, ‘আমরা জানি এক টাকা খুবই কম। কৃষকরা চাষের জন্য ডিজেল ব্যবহার করেন। এই এক টাকা কমানোর ফলে চাষের ক্ষেত্রে যদি একটু লাভ হয় তাহলেই আমরা খুশি।’

তিনি আরও বলেন, ‘দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে রাশি রাশি মিথ্যা বলে যাচ্ছেন। তিনি বলেছেন, মোদি সরকার নাকি বাংলাকে গত ছয় বছরে ৩.৫৯ লাখ কোটি টাকা দিয়েছে। এমন দাবি শুধু মিথ্যাই নয়, রাজনৈতিক অভিসন্ধিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।’

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন

উপরে