প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারী, ২০২১ ১১:৩০

কিশোরী বিয়ে করে বিপাকে পঞ্চাশোর্ধ্ব পাক এমপি

অনলাইন ডেস্ক
কিশোরী বিয়ে করে বিপাকে পঞ্চাশোর্ধ্ব পাক এমপি

পাকিস্তানের সংসদ সদস্য মাওলানা সালাহউদ্দিন আয়্যুবির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। ১৪ বছরের এক কিশোরীকে বিয়ে করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পাকিস্তানে ১৬ বছরের কম বয়সীদের বিয়ে আইন বহির্ভূত।পাকিস্তানের বেলুচিস্তানের সংসদ সদস্য সালাহউদ্দিন জমিয়ত উলামা এ ইসলামের নেতা। পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে মনোনীত জনপ্রতিনিধি তিনি।

টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, কিশোরীর বয়স থেকে প্রায় চার গুণ বেশি বয়সী ওই সংসদ সদস্যের বিয়ে নিয়ে ক্ষুব্ধ ওই প্রদেশের সাধারণ মানুষ। এ ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। এরপর স্থানীয় প্রশাসন ঘটনা তদন্তের উদ্যোগ নেয়। তবে ওই কিশোরীর বাবা বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন।সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর জন্ম হয়েছে ওই কিশোরীর।

উপরে