প্রকাশিত : ২১ মার্চ, ২০২১ ১০:৩১

করোনা পরীক্ষা বাধ্যতামূলক হচ্ছে মুম্বাইয়ে

অনলাইন ডেস্ক
করোনা পরীক্ষা বাধ্যতামূলক হচ্ছে মুম্বাইয়ে

অব্যাহত সংক্রমণ বৃদ্ধির কারণে ভারতের মুম্বাইয়ের জনাকীর্ণ এলাকাগুলোতে করোনাভাইরাস পরীক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা করেছে স্থানীয় প্রশাসন। খবর- বিবিসি।

রাজ্য সরকার জানায়, শপিং সেন্টার এবং রেল স্টেশনের মতো জনবহুল এলাকাগুলোতে র‍্যাপিড টেস্ট করা হবে। আর টেস্টে অসম্মতি জানানোকে গণ্য করা হবে ‘অপরাধের শামিল’ হিসেবে।

শনিবার (২০ মার্চ) ভারতে ৪০ হাজার ৯৫৩ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়। যা গত চার মাসে সর্বোচ্চ। এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ লাখ ৫৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন প্রায় ১ কোটি ১৬ লাখ মানুষ। এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সংক্রমণ রোধে দেশটিতে গণটিকাদান কর্মসূচি চলছে। এরইমধ্যে শনাক্ত হয়েছে করোনাভাইরাসের একাধিক ধরন।

শুক্র থেকে শনিবারের মধ্যে মুম্বাইয়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৮২ জন।

দৈনিক চাঁদনী বাজার  সাজ্জাদ হোসাইন

উপরে