প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১ ১৩:২৭

৪৫ শতাংশের বেশি সম্পদ কমেছে মমতার

অনলাইন ডেস্ক
৪৫ শতাংশের বেশি সম্পদ কমেছে মমতার

চলতি বছর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে লড়াই করছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতোমধ্যেই মনোনয়নপত্র পেশ করেছেন তিনি। নিয়ম অনুযায়ী তার স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণও তিনি জানিয়েছেন নির্বাচন কমিশনকে। এই তথ্য সামনে আসতেই দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ ৪৫ শতাংশেরও বেশি কমেছে।

তৃণমূলনেত্রী তার যে সম্পত্তির পরিমাণ নির্বাচনী হলফনামায় পেশ করেছেন, তাতে দেখা যাচ্ছে তার সম্পত্তির পরিমাণ ১৬ লাখ ৭২ হাজার ৩৫২ রুপি।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে হলফনামা পেশের সময় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, তার সম্পত্তির পরিমাণ ছিল ৩০ লাখ ৭৫ হাজার রুপি। অর্থাৎ পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ ৪৫ শতাংশের বেশি কমেছে।

দলনেত্রীর পাশাপাশি তার দলেরই আরও দুই নেতা-নেত্রীরও সম্পত্তি কমেছে। তৃণমূলের মমতা ভুঁইয়া ও সুকুমার দের সম্পত্তির পরিমাণ যথাক্রমে ৩৭ দশমিক ৫৩ শতাংশ ও ৩৬ দশমিক ১৮ শতাংশ কমেছে।

দলনেত্রীর সম্পত্তির পরিমাণ উল্লেখযোগ্য হারে কমলেও সম্পত্তি কয়েক গুণে বেড়েছে তৃণমূলেরই একাধিক নেতার। কাকদ্বীপের বিদায়ী বিধায়কমন্ত্রী মন্টুরাম পাখিরার সম্পত্তির পরিমাণ এখন আকাশছোঁয়া। মন্টুরাম পাখিরার সম্পত্তির পরিমাণ বেড়েছে ৭৩৫ শতাংশেরও বেশি।

তবে দলের অন্য একাধিক বিধায়কের সম্পত্তি বাড়লেও ২০১৬ সালে মমতা দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী মসনদে আসার পর থেকেই কমেছে তার সম্পত্তির পরিমাণ। গত ৫ বছরে তার সম্পত্তির পরিমাণ কমেছে বলে মনোনয়নপত্র পেশের সময় জমা দেওয়া হলফনামায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনকে।

হলফনামা জমা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে জানিয়েছেন, তার নিজের নামে কোনও গাড়ি নেই। হাতে নগদ ৬৯ হাজার ২৫৫ রুপি রয়েছে তার। ব্যাংকে ১৩ লাখ ৫৩ হাজার টাকা রয়েছে মমতার। হলফনামায় তৃণমূল নেত্রী আরও জানিয়েছেন, তার কাছে ৯ গ্রাম ৭৫০ মিলিগ্রামের মতো গয়না রয়েছে। এর বাইরে তার আর কোনো সম্পদ নেই।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে