কানাডায় ছুরিকাঘাতে নিহত ১, হামলাকারী আটক
কানাডায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় শনিবার (২৭ মার্চ) ভনকুয়েভারের উত্তরাঞ্চলের একটি পাবলিক লাইব্রেরিতে এ ঘটনা ঘটে। সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ। খবর রয়টার্সের।
দ্য রয়াল কানাডিয়ান মাউনটেড পুলিশ (আরসিএমপি) বিভাগ জানিয়েছে, নর্থ ভনকুয়েভারে একটি লাইব্রেরির ভেতরে এবং বাইরে ‘‘বেশ কয়েকজন” ছুরিকাহত হয়েছেন। ধারণা করা হচ্ছে এ ঘটনায় একজন জড়িত এবং তাকে আটক করা হয়েছে। আর কেউ জড়িত আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে।
জরুরি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা অ্যামি রবার্টসন বলেন, ‘ছুরিকাঘাতে আহত ছয়জনকে হাসপাতালে নেয়া হয়েছে।’ তবে তাদের শারীরিক অবস্থার বিস্তারিত জানাতে পারেননি তিনি।
স্টিভ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা গাড়িতে যাচ্ছিলাম। ঘটনাস্থলে দেখতে পাই ছুরিকাঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের রক্ত ঝরছে। একজন হামলাকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দৌড়ে রাস্তায় যান।’
শান্ত ও উন্নত শহরতলী নর্থ ভনকুয়েভারে প্রায় ৮৫ হাজার লোকের বাস। কানাডার শীর্ষ অঞ্চলগুলোর মধ্যে প্রথম দিকেই অবস্থান এলাকাটির। এখানকার বাসিন্দাদের গড় সম্পদের পরিমাণও উল্লেখ করার মতো। দুটি ব্রিজ এবং একটি পদচারী ফেরি (ফুট ফেরি) এলাকাটিকে ভনকুয়েভারের সঙ্গে যুক্ত করেছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন