প্রকাশিত : ৭ মে, ২০২১ ১০:০৮

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ বিস্ফোরণে আহত

অনলাইন ডেস্ক
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ বিস্ফোরণে আহত

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এক বিস্ফোরণে আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যায় দেশটির রাজধানী মালেতে তার বাড়ির বাইরে এ ঘটনা ঘটে।

মালদ্বীপ পুলিশের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। তবে বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি।

নাশিদ বর্তমানে মালদ্বীপের পার্লামেন্টের স্পিকার। পুলিশের বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ নাশিদ আহত হয়েছেন। তিনি এডিকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নাশিদের মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির এক মুখপাত্র জানান, হামলার ঘটনায় তিনি শার্পনেলের আঘাতে আহত হয়েছেন। তবে তার অবস্থা স্থিতিশীল।

এদিকে মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ বলেছেন, বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশের গণমাধ্যম শাখা লিখিত এক বার্তায় মালের বিস্ফোরণ এলাকা থেকে লোকজনকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন

উপরে