প্রকাশিত : ১১ মে, ২০২১ ১৩:৪৯

সম্পর্কের তিক্ততা কাটাতে সৌদি সফরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
সম্পর্কের তিক্ততা কাটাতে সৌদি সফরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরব সফরে গেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোওগলু। ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাসোগি হত্যার পর থেকে এটিই তার প্রথম সৌদি সফর। খবর : আল জাজিরা।
এ সফর এমন সময়ে হচ্ছে যখন আল আকসা মসজিদকে কেন্দ্র করে জেরুজালেমে ইসরায়েল ও ফিলিস্তিনের মাঝে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে।

সোমবার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি ইসরায়েলের হামলায় আহত হয়েছে। আল আকসা মসজিদে নামাজরত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি পুলিশ রাবার বুলেট এবং টিয়ার গ্যাস ছোঁড়ে।
সৌদির সঙ্গে সম্পর্কের তিক্ততা কাটাতেই তার এই সফর বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সাথে গুরুত্ব পাবে আল আকসা সমস্যা।

সফরে গিয়ে চাভুসোওগলু তার টুইটারে লিখেছেন, ‘সৌদিতে দ্বিপাক্ষিক সম্পর্ক ও গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বিশেষ করে আল আকসা মসজিদের হামলা এবং ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্যাতন আলোচনায় স্থান পাবে।’

তুর্কি কর্তৃপক্ষ আরও বলছে, চাভুসোওগলুর এই সফরে সৌদির কাছে তুরস্কের ড্রোন বিক্রি নিয়ে আলোচনা হবে।

একই সময়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিও সৌদি সফরে রয়েছেন। তিনি সোমবার সন্ধ্যায় সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মেদ বিন সালমানের সাথে সাক্ষাৎ করেছেন।
এর আগে গত সপ্তাহে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সাথে ফোনে কথা বলেন। যদিও সে ফোনালাপের ব্যাপারে কোনো পক্ষই বিস্তারিত কিছু জানায়নি।

দৈনিক চাঁদনী বাজার /  সাজ্জাদ হোসাইন

উপরে