প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১ ১০:২৭

মেয়েদের নিয়ে আমি কাবুলেই আছি : হামিদ কারজাই

অনলাইন ডেস্ক
মেয়েদের নিয়ে আমি কাবুলেই আছি : হামিদ কারজাই

প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছাড়লেও কাবুলে রয়েছে গেছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি নিজের অবস্থানের কথা জানান। খবর বিবিসির।

তিন মেয়েকে সঙ্গে নিয়ে ওই ভিডিও বার্তায় হামিদ কারজাই বলেন, ‘আমার মেয়েদের নিয়ে আমি কাবুলেই আছি। আমি সরকারি বাহিনী ও তালেবানদের জনগণের সুরক্ষা প্রদানের আহ্বান জানাই।’

তিনি বলেন, ‘আমি আশা করি দেশের এবং আমাদের রাজধানীর সমস্যাগুলো আমরা ভালো উপায়ে এবং শান্তিপূর্ণভাবে সমাধান করতে পারব।’

এদিকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ফেসবুকে আশরাফ গনি জানান, রক্তপাত এড়াতেই তিনি দেশ ছেড়েছেন।

তিনি বলেন, ‘আমার উচিত ছিল সশস্ত্র তালেবানদের মুখোমুখি হওয়া। অথবা গত ২০ বছর ধরে যে দেশকে রক্ষা করতে জীবন উৎসর্গ করেছি, সেই প্রিয় দেশ ছেড়ে চলে যাওয়া।’

তালেবান যোদ্ধাদের মুখোমুখি হওয়ার পরিস্থিতির বিষয়ে আশরাফ গনি বলেন, ‘এতে অগণিত দেশবাসী মারা যেত। ধ্বংসের মুখোমুখি হতো কাবুল শহর। তালেবানরা কাবুলের লোকদের ওপর হামলা করত। তাই রক্তের বন্যা এড়াতে দেশ ছাড়াকে শ্রেয় মনে করি।’

রোববার আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নিয়েছে তালেবান। ইতোমধ্যে দেশটির প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। প্রেসিডেন্ট আশরাফ গনি দেশে ছেড়ে পালিয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তারা প্যালেস দখল করে নেয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে