প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২১ ১৬:২৪

৬০ টন সহায়তা নিয়ে কাবুলে আমিরাতের বিমান

অনলাইন ডেস্ক
৬০ টন সহায়তা নিয়ে কাবুলে আমিরাতের বিমান

আফগানিস্তানে এক মাসের মধ্যে খাদ্য সংকট দেখা দিতে পারে বলে এমন আভাস দিয়েছে জাতিসংঘ। এ পরিস্থিতির মধ্যে আফগানিস্তানে ৬০ টন খাদ্য ও মেডিকেল সরঞ্জাম পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত। 

শুক্রবার কাবুল বিমানবন্দরে খাদ্য ও মেডিকেল সরঞ্জামবাহী আমিরাতের বিমানটি অবতরণ করে। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম টোলোনিউজ। 

এর আগে জাতিসংঘ জানায়, আফগানিস্তানের পরিস্থিতি মোটেও ভালো নয়। দেশটিতে এক মাসের মধ্যে খাদ্য সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা। সংস্থাটি বলছে, খাদ্যাভাবের কারণে দেশটির প্রতি তিনজনের মধ্যে একজন ভুগবে।

এদিকে দ্রুত কাবুল বিমানবন্দর চালু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আব্দুলরাহমান। তিনি জানান, কাবুল বিমানবন্দরে কারিগরি সহায়তার জন্য তারা তুরস্কের সঙ্গে কাজ করছেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে