প্রকাশিত : ৯ সেপ্টেম্বর, ২০২১ ১১:৩১

কাবুলের পথে পথে ‘পঞ্জশির সিংহ’

অনলাইন ডেস্ক
কাবুলের পথে পথে ‘পঞ্জশির সিংহ’

কাবুলের রাজপথে সাইকেল চালিয়ে যাচ্ছে দুই আফগান কিশোর। পেছনে জ্বলজ্বল করছে পঞ্জশিরের অবিসংবাদিত নেতা আহমদ শাহ মাসউদের প্রতিকৃতি। আজ তার মৃত্যুবার্ষিকী। জন্ম ১৯৫৩ সালের ২ জানুয়ারি। ২০০১ সালের ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার মাত্র দু’দিন আগে এক আত্মঘাতী হামলায় নিহত হন। জন্মস্থান বাজারাকেই তাকে দাফন করা হয়। সেই থেকে ফি বছর মৃত্যুবার্ষিকীতে শোকের ছায়া নামে আফগানিস্তানে। দোকানে দোকানে আজও বিক্রি হয় এই বরণীয় নেতার ছবিসংবলিত পোস্টার। গাঁটের পয়সা খরচ করে তার ছবি কিনতে পিছপা হন না কৃষক-দিনমজুররাও। পঞ্জশিরের বহু নাগরিকের ঘরে এমনকি অন্যান্য অনেক রাজ্যের রাজপথে দেওয়ালে দেওয়ালে শোভা পাচ্ছে এই অকৃত্রিম দেশপ্রেমিকের ছবি।

মাসউদকে হত্যার জন্য আল কায়দাকে অভিযুক্ত করা হয়। কারণ ওসামা বিন লাদেনের সঙ্গে তার বিরোধ ছিল। এর আগে বহুবার কেজিবি, আইএসআই আফগান কমিউনিস্ট কেএইচএডি, তালেবান ও আল কায়দা তাকে হত্যা করার চেষ্টা করে। কিন্তু তাদের সেসব চেষ্টা ভেস্তে যায়। পুরো আফগানিস্তানে তার পরিচিতি ‘পঞ্জশিরের সিংহ’ নামে। সেই তপ্ত পরিস্থিতিতে আফগানিস্তান একটি মধ্যপন্থি ইসলামি সরকারের অভাব অনুভব করতে শুরু করে এবং নিজ দেশের মধ্যে নিজেদের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে।এএফপি

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে