প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১ ১৩:৩১

ভেঙে পড়েছে আফগানিস্তানের স্বাস্থ্য ব্যবস্থা

অনলাইন ডেস্ক
ভেঙে পড়েছে আফগানিস্তানের স্বাস্থ্য ব্যবস্থা

তালেবার ক্ষমতা নেয়াওয়ার পর আফগানিস্তানের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সদ্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. ওয়াহিদ মজিরুহ।

খাদ্য, ওষুধ, বিদ্যুৎ ও জ্বালানির অভাবে আফগানিস্তানে শত শত ক্লিনিক ও হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে।  এরমধ্যে অনেকগুলো বন্ধ হয়ে গেছে।  খবর দ্য টেলিগ্রাফের।
ডা. ওয়াহিদ মজিরুহ সতর্ক করে বলেছেন, আফগানিস্তানের স্বাস্থ্য ব্যবস্থা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।

মাসের পর মাস ধরে এখানকার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বেতন পাচ্ছে না। হাসপাতালগুলোতে ওষুধ ও জরুরি চিকিৎসা সরঞ্জামের সরবরাহ বন্ধ হয়ে গেছে।

এ অবস্থায় প্রতিদিন শত শত ক্লিনিক ও হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ায় দেশটির মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
ব্রিটিশ গণমাধ্যম দ্যা টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ডা. ওয়াহিদ মজিরুহ এসব কথা বলেন।
 
তিনি বলেন, চালমান একটি স্বাস্থ্য ব্যবস্থা তালেবানদের কারণে দিন দিন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, এটা খুবই দুঃখজনক।

কালেবানের কাবুল দখলের পর সাহায্যনির্ভর আফগান অর্থনীতি চরম সংকটের মধ্যে পড়েছে। আর এ কারণে দেশটির প্রতিটি সেবা খাতসহ প্রতিটি সেক্টরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে